ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে ১০ বছর পর মামলা থেকে অব্যাহতি পেলেন ৪৭ আসামি 

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ২৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১৪:১৮, ২৯ অক্টোবর ২০২৫
ঝালকাঠিতে ১০ বছর পর মামলা থেকে অব্যাহতি পেলেন ৪৭ আসামি 

ঝালকাঠিতে ১০ বছর পরে ‘মিথ্যা’ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ ৪৭ আসামি। 

বুধবার (২৯ অক্টোবর) সকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম সব আসামিকে অব্যাহতির আদেশ দেন। ঝালকাঠির আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহেব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

মামলা সূত্রে জানা গেছে, ঝালকাঠির রাজাপুরে একটি বাস পোড়ানোর অভিযোগে ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি এসআই মিজানুর রহমান বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেন। এতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছিম আকন, রাজাপুর উপজেলা জামায়াতের আমির আবু বকর মো. সিদ্দিকসহ ৪৭ জনকে আসামি করা হয়।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মিথ্য মামলা হয়েছে। রাজ পথে থেকে আন্দোলন-সংগ্রাম করার কারণে প্রায় সব মামলায় আমাকে আসামি করা হত। এটিও একটি মিথ্যা মামলা।”

তিনি বলেন, “এই মামলার আসামিদের মধ্যে অনেকে দীর্ঘদিন জেল খেটেছেন। ১০ পর হলেও মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ায় ভালো লাগছে।”

ঢাকা/অলোক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়