ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১১:০১, ৫ নভেম্বর ২০২৫
বগুড়ায় অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার

ফাইল ফটো

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কের পাশ থেকে মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামে এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, শুধু অটোরিকশা ছিনতাই থেকে এই হত্যাকাণ্ড, এমন ধারণা করছে না তারা। 

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলদীঘি এলাকার প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন তুঁত বাগানের পাশ থেকে তার মরদেহ উদ্ধার হয়। মোফাজ্জল একই উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। 

আরো পড়ুন:

গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মোফাজ্জল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।  

স্থানীয়রা জানান, আজ সকালে ফুলদীঘি এলাকার প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন তুঁত বাগানের পাশে মরদেহ দেখতে পান এলাকাবাসী। তারা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানান। লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা গিয়ে নিহতের পরিচয় নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মোফাজ্জলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার গলা অর্ধেক কাটা অবস্থায় পাওয়া গেছে। অটোরিকশাটির সন্ধান মেলেনি। হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। শুধু অটোরিকশা ছিনতাই থেকে এই হত্যাকাণ্ড, এমনটা মনে হচ্ছে না। আমরা মৃত্যুর রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

ঢাকা/এনাম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়