ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ৬ নভেম্বর ২০২৫  
যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

যশোরের ঝিকরগাছায় ৫ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার মোহাম্মদ আলমগীর (৩০) ও তার স্ত্রী ময়না পাখি (২৪)। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসের ভেতর থেকে ৫ হাজার পিস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ঢাকা/রিটন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়