ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ১৩ জুলাই ২০২১  
শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে বাড়ি পৌঁছে দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়। আগামী ১৫ জুলাই থেকে বাড়ি ফেরানোর এই কার্যক্রম শুরু করা হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ম্যানেজার মাে. মেহেদী হাসান। 

পরিবহন পুলের ম্যানেজার মাে. মেহেদী হাসান স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, করােনা বিস্তার রােধে সরকার ঘােষিত কঠোর লকডাউনে বরিশালে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ পরিবহণ সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহণ সেবা পেতে আগ্রহী শিক্ষার্থীদেরকে আগামী ১৪ জুলাই দুপুর ১২টার মধ্যে সংযুক্ত লিংকে (http://transportservice.bu.ac.bd/) তাদের নিজ নিজ তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাড়ি ছাড়ার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে ১৪ জুলাই রাত ১০টার মধ্যে জানানাে হবে।

উল্লেখ্য, ১৫ জুলাই থেকে শিক্ষার্থীদের জন্য নিম্নোক্ত রুটগুলোতে বাস ছেড়ে যাবে।

রুট ১.  বরিশাল-গৌরনদী-গোপালগঞ্জ খুলনা- সাতক্ষীরা। 

রুট ২. বরিশাল-পিরােজপুর- বাগেরহাট যশোর।

রুট ৩. বরিশাল- ফরিদপুর-মাগুরা-ঝিনাইদহ-কুষ্টিয়া-রাজবাড়ী।

রুট ৪. বরিশাল-মাওয়া ফেরিঘাট-ঢাকা (গুলিস্তান)।

রুট ৫. বরিশাল-পটুয়াখালী-বরগুনা (আমতলী)।

মাসুম/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়