ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৩ নভেম্বর

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ১৯ নভেম্বর ২০২৫  
জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৩ নভেম্বর

ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন আগামী রবিবার (২৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে।

এদিন সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া চলবে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর শুরু হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরো পড়ুন:

বুধবার (১৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার মোট সাতটি ইউনিটে (এ, বি, সি, সি–১, ডি, ই এবং আইবিএ–জেইউ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে শুক্রবার ও শনিবার পরীক্ষা বন্ধ থাকবে। পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি ইউনিটের প্রতিটির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। এছাড়া ‘ই’ ইউনিটের জন্য ৭০০ টাকা এবং সি–১ ও আইবিএ–জেইউ ইউনিটের ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের ফি’র সঙ্গে ১.২ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। রকেট, বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা অথবা ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে ফি জমা দেওয়া যাবে।

৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় থাকবে ৫৫ মিনিট। তবে ওএমআর শিট পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় পাসের জন্য নূন্যতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে।

এবারো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। ২০২২ সাল ও তার পরবর্তী সময়ে মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ভর্তির ন্যূনতম যোগ্যতা হিসেবে ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং আইআইটি) এবং ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৪.০০ থাকতে হবে। তবে ‘এ’ ইউনিটে মোট জিপিএ ৮.৫০ এবং ‘ডি’ ইউনিটে ৯.০০ থাকা আবশ্যক।

অন্যান্য ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ভিন্ন ভিন্ন জিপিএ শর্ত রাখা হয়েছে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (ju-admission.org) থেকে জানা যাবে।

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়