ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পারিশ্রমিক ছাড়াই অভিনয় করেছেন অমিতাভ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ২৬ আগস্ট ২০২১   আপডেট: ১৬:৫৯, ২৬ আগস্ট ২০২১
পারিশ্রমিক ছাড়াই অভিনয় করেছেন অমিতাভ

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। বয়স আশির কাছে, তবুও নিয়মিত অভিনয় করছেন তিনি।

শুক্রবার (২৭ আগস্ট) মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চন অভিনীত ‘চেহরে’। তবে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও কোনো পারিশ্ৰমিক নেননি বলিউডের ‘বিগ বি’। সিনেমার প্রযোজক আনন্দ পন্ডিত এই তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘চেহরে’ সিনেমার গল্প শুনে মুগ্ধ হন অমিতাভ। এতটাই ভালো লেগেছিল যে তিনি সঙ্গে সঙ্গেই এতে অভিনয়ের জন্য রাজি হন। শুধু তাই নয়, পারিশ্রমিক হিসেবে একটি অর্থ নেবেন না বলেও জানান। এখানেই শেষ নয়, সিনেমাটির শুটিংয়ে বিদেশ যেতে নিজের পকেটের অর্থ খরচ করেছেন তিনি। তবে বিনা পয়সায় কাজ করলেও পেশাদারিত্বে কোনো কমতি ছিল না বলে জানান এই নির্মাতা।

মিস্ট্রি-থ্রিলার ঘরানার ‘চেহরে’ সিনেমায় ইমরান হাশমি-রিয়া চক্রবর্তী ছাড়াও অভিনয় করছেন— অমিতাভ বচ্চন, ক্রিস্টাল ডিসুজা, আনু কাপুর, দ্রিতিমান চ্যাটার্জি প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন রুমি জাফরি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়