ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বন্যা দুর্গতদের ২৫ লাখ রুপি দিলেন আমির খান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ২৮ জুন ২০২২   আপডেট: ১০:৫৪, ২৮ জুন ২০২২
বন্যা দুর্গতদের ২৫ লাখ রুপি দিলেন আমির খান

ভারতের আসামের বন্যা দুর্গতদের সাহায্যে ২৫ লাখ রুপি দিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে খবরটি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

এক টুইটে তিনি লিখেছেন, ‘জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খান আমাদের রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি দিয়েছেন। এই মহানুভব কাজের জন্য তার  প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

আরো পড়ুন:

আসামের বন্যায় এরই মধ্যে অনেক মানুষ মারা গেছেন। ঘর হারিয়েছেন হাজার হাজার মানুষ। জানা গেছে, বন্যায় প্রায় ১ লাখ ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে তৈরি হয়েছে ত্রাণ শিবির।

এর আগে আসামের মানুষের সাহায্যে ২৫ কোটি রুপি দান করেছেন ভারতের বিশিষ্ট ব্যবসায়ী মুকেশ আম্বানি। এছাড়া অভিনেতা অর্জুন কাপুর, নির্মাতা রোহিত শেঠি ও গায়ক সোনু নিগম প্রত্যেকে ৫ লাখ রুপি দিয়েছেন। পাশাপাশি টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার দিয়েছেন ১১ লাখ রুপি।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়