ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম প্রেম নিয়ে আমিরের স্মৃতিচারণ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ৩০ জুন ২০২২   আপডেট: ১১:৩৩, ৩০ জুন ২০২২
প্রথম প্রেম নিয়ে আমিরের স্মৃতিচারণ

বলিউড সুপারস্টার আমির খান। বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’র প্রচারে ব্যস্ত তিনি। সম্প্রতি এই সিনেমার ‘ফির না অ্যায়সি রাত আয়েগি’ গানটি মুক্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে একটি অনুষ্ঠানে নিজের প্রথম প্রেমের স্মৃতিচারণ করেছেন আমির।

এই অভিনেতার ভাষায়, ‘সেই সময় আমি টেনিস খেলতাম। সে একই ক্লাবে আমার সঙ্গে খেলত। একদিন হঠাৎ জানতে পারলাম সে তার পরিবারের সঙ্গে দেশ ছেড়ে চলে গেছে। আমার হৃদয় ভেঙে গিয়েছিল। সে জানতই না আমি তাকে ভালোবাসি। তবে ভালো যেটা হয়েছিল, আমি খুব ভালো টেনিস খেলতে শিখে গিয়েছিলাম। এর কয়েক বছর পর স্টেট পর্যায়ে খেলি এবং বিজয়ীও হয়েছিলাম।’

আরো পড়ুন:

ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করেছেন আমির খান। প্রেম করে পাশের বাসার মেয়ে রিনা দত্তকে ১৯৮৬ সালে বিয়ে করেন এই অভিনেতা। কিন্তু ২০০২ সালেই তাদের বিচ্ছেদ হয়। এরপর আবারও প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। সেটিও ২০২১ সালে ভেঙে যায়।

এদিকে আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘লাল সিং চাড্ডা’। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এটি। আমির খান ছাড়াও এতে আছেন—কারিনা কাপুর, মোনা সিং, নাগা চৈতন্য প্রমুখ।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়