ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভাঙবে ‘স্পিরিট’?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ৩ মার্চ ২০২৫   আপডেট: ১৭:৪৬, ৩ মার্চ ২০২৫
‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভাঙবে ‘স্পিরিট’?

ছবির কোলাজ

ভারতীয় তারকা অভিনেতা প্রভাসের ক্যারিয়ারের গ্রাফ বদলে দিয়েছে ‘বাহুবলি’ সিনেমা ফ্র্যাঞ্চাইজি। ২০১৭ সালে মুক্তি পায় এ সিক্যুয়েলের দ্বিতীয় পার্ট। বক্স অফিসে প্রায় ২ হাজার কোটি রুপি আয় করে।

বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন প্রভাস। ২০২১ সালে প্রভাস তার ২৫তম চলচ্চিত্রের ঘোষণা দেন। ‘স্পিরিট’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করছেন সন্দ্বীপ রেড্ডি ভাঙা। ঘোষণা আগে দিলেও সিনেমার কাজের খুব একটা অগ্রগতি হয়নি। এখন প্রি-প্রোডাকশনের কাজ করছেন নির্মাতারা।

আরো পড়ুন:

কোমল নাহতাকে সাক্ষাৎকার দিয়েছেন সন্দ্বীপ রেড্ডি। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, প্রভাস অভিনীত ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভাঙার কোনো চাপ অনুভব করছেন কিনা? এ প্রশ্নের জবাবে সন্দ্বীপ রেড্ডি ভাঙা বলেন, “এই প্রশ্নটি অনেক বড় বোঝার মতো। ‘বাহুবলি টু’-কে হারাতে হলে ২ হাজার কোটি রুপি আয় করতে হবে। আমি অবশ্যই আকর্ষণীয়, কৌতূহলোদ্দীপক সিনেমা বানাব। বাকিটা পরে দেখা যাবে।”

‘স্প্রিরিট’ সিনেমায় অভিনয় করবেন কারিনা কাপুর খান, সাইফ আলী খান। সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় দেখা যাবে এ দম্পতিকে। ২০২৬ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়