কলকাতায় এলেই মনে হয়, মায়ের বাড়ি এলাম: কাজল
কলকাতা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মন্দিরে পূজা দিতে গেলে ভিড় জমান কাজলের অনুরাগীরা
আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সিনেমা ‘মা’। এ সিনেমার প্রচারের অংশ হিসেবে কলকাতায় এসেছেন সিনেমাটির অভিনেত্রী কাজল। বৃহস্পতিবার (২২ মে) কলকাতার দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজা দেন এই অভিনেত্রী। পিচরঙা শাড়িতে ছিমছাম সাজে কাজলকে চোখের দেখা দেখতে ভিড় জমান অনুরাগীরা।
সিনেমাটির মুখ্য নারী চরিত্র রূপায়ন করেছেন কাজল। পূজা দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ অভিনেত্রী বলেন, “কলকাতায় আসা মানে মায়ের কাছেই আসা। কলকাতায় এসে খুব ভালো লাগছে। মায়ের উপর আমার প্রবল আস্থা। যখনই কলকাতায় আসি মনে হয়, বাপের বাড়ি এলাম। মনে হয়, মায়ের বাড়ি এলাম।”
পূজা দিয়ে আনন্দিত কাজল বলেন, “সিনেমার প্রচার শুরুর আগে মনে হয়, যাই মায়ের আশীর্বাদ নিয়ে আসি। তাই মায়ের আশীর্বাদ নিতে এসেছি। মায়ের কাছ থেকে আশীর্বাদের ফুল পেয়েছি। আমি খুবই খুশি।”
সিনেমাটিতে নিজের চরিত্রের বিষয়ে কাজল বলেন, “মা’ সিনেমায় আমার চরিত্রটি, এ যাবত আমার করা সবচেয়ে শক্তিশালী একটি চরিত্র। এটি মাইথোলজিক্যাল-হরর ঘরানার সিনেমা। সিনেমাটির টাইটেল চিত্রনাট্যের জন্য পারফেক্ট। এটা একেবারেই অন্যরকম একটা সিনেমা। আমি নিশ্চিত, এটি সকলকে চমকে দেবে।”
বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ সিনেমা প্রযোজনা করেছেন অজয় দেবগন, জ্যোতি দেশপান্ডে। ভালো-মন্দের চিরন্তন যুদ্ধকে অন্বেষণ করে এগিয়েছে সিনেমাটির কাহিনি। তাতে রয়েছেন সাসপেন্স, অ্যাকশন। কাজল ছাড়াও অভিনয় করেছেন রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, গোপাল সিং প্রমুখ।
পরিচালক সমু মুখার্জি ও তনুজা দম্পতির কন্যা কাজল। এক সময় ভারতীয় বাংলা সিনেমা দাপিয়ে বেরিয়েছেন তনুজা মুখার্জি। ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতিকে সঙ্গে নিয়ে কাজলের বেড়ে ওঠা। এখনো দুর্গাপূজায় শাড়ি পরে ঠিক বাঙালি মেয়েদের মতো সেজে ওঠেন। নিজ হাতে অতিথিদের মাঝে ভোগ-প্রসাদ পরিবেশন করেন। বাংলার সঙ্গে তার অদ্ভুত নাড়ির টান। তাই কলকাতা মানেই কাজলের কাছে অন্যরকম অনুভূতি।
ঢাকা/সুচরিতা/শান্ত