সুলক্ষণা পণ্ডিত মারা গেছেন
সুলক্ষণা পণ্ডিত
বলিউডের বরেণ্য অভিনেত্রী, গায়িকা সুলক্ষণা পণ্ডিত মারা গেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
অভিনেত্রী সুলক্ষণার ভাই ললিত পণ্ডিত জানান, শুক্রবার (৭ নভেম্বর) মুম্বাইয়ে এ অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।
শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রাখেন সুলক্ষণা। ১৯৬৭ সালে মুক্তি পায় ‘তকদির’ সিনেমা। এ সিনেমার ‘সাত সমুন্দর পার সে’ গান ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। হিন্দির পাশাপাশি, বাংলা, মারাঠি, ওড়িশা, গুজরাটিসহ একাধিক ভাষায় গান গেয়েছেন। ১৯৮০ সালে তার গানের অ্যালবাম ‘জজবাত’ বেশ জনপ্রিয়তা পায়। গজল শিল্পী হিসেবেও সুলক্ষণা পরিচিত। সংগীতশিল্পী কিশোর কুমার, হেমন্ত কুমার, মোহাম্মদ রফি, শৈলেন্দ্র সিং, উদিত নারায়ণসহ খ্যাতনামা অনেক শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি।
১৯৭৫ সালে অভিনেত্রী হিসেবে বলিউডে অভিষেক ঘটে সুলক্ষণার। ‘উলঝান’ তার অভিষেক সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেন সঞ্জীব কুমার। সাত ও আটের দশকে জনপ্রিয় অনেক সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘সঙ্কোচ’, ‘হেরাফেরি’, ‘আপনাপন’, ‘খানদান’, ‘চেহরে পে চেহরা’, ‘ধর্ম কান্তা’ প্রভৃতি।
ভারতীয় বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন সুলক্ষণা। তা-ও নায়ক হিসেবে পেয়েছেন উত্তম কুমারের মতো তারকাকে। ১৯৭৮ সালে মহানায়কের বিপরীতে অভিনয় করেন। এ সিনেমার নাম ‘বন্দি’। এটি মুক্তির পর ব্যাপক প্রশংসাও কুড়িয়েছিলেন। অভিনয় ক্যারিয়ারে জিতেন্দ্র, রাজেশ খান্না, বিনোদ খান্না, শশী কাপুর, শত্রুঘ্ন সিনহার বিপরীতে অনেক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত