ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আপসহীন জননেতা’ রূপে পর্দায় আসছেন শামীম হাসান সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০৯, ৭ জানুয়ারি ২০২৬
‘আপসহীন জননেতা’ রূপে পর্দায় আসছেন শামীম হাসান সরকার

‘জননেতা’ নাটকের দৃশ্য

একজন প্রকৃত ‘জননেতা’ আমাদের কল্পনায় যেমন হওয়া উচিত, ঠিক তেমনই এক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা শামীম হাসান সরকার। ‘জননেতা’ শিরোনামে একটি নাটকে সাহসী ও আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব রানা রহমান চরিত্রে দেখা যাবে তাকে।  

বর্তমান সময়ের রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে নির্মিত এই নাটক পরিচালনা করেছেন বর্ণনাথ। অবহমান বাংলার গ্রামীণ পটভূমিতে নির্মিত ‘জননেতা’ নাটকে উঠে এসেছে নীতির প্রশ্নে অটল থাকা একজন মানুষের লড়াই।  

আরো পড়ুন:

পরিচালক বর্ণনাথ বলেন, “ঘুনে ধরা, পচে যাওয়া সামাজিক ব্যবস্থার ভেতর একজন আপসহীন রানা রহমান আমাদের জন্য কতটা প্রয়োজনীয়, ‘জননেতা’ তারই উজ্জ্বল উদাহরণ। নীতির প্রশ্নে সে নিজের স্ত্রী, শ্বশুর ও শ্যালকের মতো প্রভাবশালী কিন্তু অসৎ মানুষের বিরুদ্ধে কখনো মনস্তাত্ত্বিক, কখনো সরাসরি যুদ্ধে নামে। এই লড়াই দর্শকের হৃদয়ে দাগ কাটবে।” 

নাটকে চেয়ারম্যানের স্ত্রী রাইসার চরিত্রে অভিনয় করেছেন সামান্তা পারভেজ। তার সাবলীল অভিনয় গল্পের শক্তি আরো বাড়িয়েছে। পাশাপাশি শ্বশুর ও শাশুড়ির চরিত্রে হান্নান শেলী ও রেশমা আহমেদের চৌকস অভিনয় নাটকটিকে সময়োপযোগী ও বিশ্বাসযোগ্য করে তুলেছে। 

আর জি ড্রামা প্রযোজিত নাটকটি ‘জননেতা’ নামের ইউটিউব চ্যানেলে আগামী ৮ জানুয়ারি মুক্তি পাবে। সমসাময়িক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত এই নাটক দর্শকদের ভাবাবে ও আলোড়িত করবে বলে আশাবাদী নির্মাতা ও প্রযোজক।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়