ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালিতে সেনাবাহিনীকে সহযোগিতার অভিযোগে নারী টিকটকারকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ১০ নভেম্বর ২০২৫  
মালিতে সেনাবাহিনীকে সহযোগিতার অভিযোগে নারী টিকটকারকে হত্যা

উত্তর আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর সঙ্গে ‘সহযোগিতার’ অভিযোগে জনপ্রিয় টিকটকার মারিয়াম সিসেকে অপহরণের পর প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্দেহভাজন জঙ্গিরা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে দেশটির উত্তরাঞ্চলীয় তিমবুকতু প্রদেশে টঙ্কা শহরে। 

নিহত তরুণীর পরিবার ও স্থানীয় কর্মকর্তারা রবিবার (৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। আজ সোমবার এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, মারিয়াম সিসে টঙ্কা শহর নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করতেন এবং টিকটকে তার ৯০ হাজার ফলোয়ার ছিল। অপহরণকারীরা তার বিরুদ্ধে সেনাবাহিনীর সাথে সহযোগিতা করার অভিযোগ এনেছিল।

তাকে হত্যার খবর দেশটিকে হতবাক করেছে। সামরিক জান্তা শাসিত মালিতে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ২০১২ সাল থেকে দেশটি জঙ্গিদের দমন করতে লড়াই করছে। 

নিহত মারিয়ামের ভাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আমার বোনকে বৃহস্পতিবার জিহাদিরা আটক করে। তারা তাকে ‘জিহাদিদের গতিবিধি সম্পর্কে মালির সেনাবাহিনীকে অবহিত করার’ অভিযোগে অভিযুক্ত করে।”

তিনি আরো বলেন, “পরদিন তাকে মোটরসাইকেলে করে টঙ্কা শহরের স্বাধীনতা চত্বরে নিয়ে গিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আমি ঘটনাস্থলে ভিড়ের মধ্যে ছিলাম।”

এক নিরাপত্তা সূত্র এএফপিকে বলেন, “টঙ্কার একটি পাবলিক চত্বরে মারিয়াম সিসেকে জিহাদিরা হত্যা করেছে, যারা তার বিরুদ্ধে মালির সেনাবাহিনীর জন্য ভিডিও করার অভিযোগ এনেছে।” নাম প্রকাশ না করার শর্তে তিনি এটিকে ‘বর্বরোচিত’ কাজ বলে অভিহিত করেছেন। 

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তাও এ ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য কাজ’ বলে নিন্দা জানিয়েছেন।

সামরিক জান্তা দীর্ঘদিন ধরে চলমান জিহাদি বিদ্রোহ নিয়ন্ত্রণে লড়াই করছে। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আল-কায়েদা-সংযুক্ত গোষ্ঠী ফর দ্য সাপোর্ট অব ইসলাম অ্যান্ড মুসলিমস (জেএনআইএম) যোদ্ধারা জ্বালানি অবরোধ আরোপ করেছে, যার ফলে সরকারকে বহু অঞ্চলে স্কুল বন্ধ ও ফসল সংগ্রহ কার্যক্রম স্থগিত করতে হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়