ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

ডায়াবেটিসে আক্রান্তের হার গত ৩০ বছরে দ্বিগুণ হয়েছে: গবেষণা

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:৪৬, ১৪ নভেম্বর ২০২৪
ডায়াবেটিসে আক্রান্তের হার গত ৩০ বছরে দ্বিগুণ হয়েছে: গবেষণা

বিশ্বে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ৮০০ মিলিয়ন। ছবি: প্রতীকী

বিশ্বব্যাপী ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুতহারে বাড়ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর অধিবাসীরা অধিক হারে ডায়াবেটিসে আকান্ত হচ্ছেন। একটি গবেষণায় দেখা গেছে, ২০২২ সাল পর্যন্ত বিশ্বে ডায়াবেটিসে আক্রান্তের হার ছিল গড়ে ১৪ শতাংশ। ১৯৯০ সাল পর্যন্ত বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২০০ মিলিয়ন। বর্তমানে বিশ্বে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০০ মিলিয়নে।

ডায়াবেটিস টাইপ ওয়ানে আক্রান্তদের বেশিরভাগই তরুণ। ইনসুলিনের অভাবের কারণে এই রোগে আক্রান্ত হচ্ছেন তারা। টাইপ টু-তে আক্রান্তদের বেশিরভাগ মধ্য বয়সী। এই বয়সীরা ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারানোর কারণে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন।

সমীক্ষায় বলা হয়েছে, জাপান, কানাডা বা পশ্চিম ইউরোপীয় দেশ যেমন ফ্রান্স এবং ডেনমার্কের মতো কিছু ধনী দেশে ডায়াবেটিসে আক্রান্তের হার একই রয়ে গেছে। এমনকি কমেছে। কিন্তু নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ডায়াবেটিসে আক্রান্তের হার ক্রমবর্ধমানভাবে বাড়ছে। যেমন পাকিস্তানের প্রায় এক তৃতীয়াংশ নারী এখন ডায়াবেটিসে আক্রান্ত। কিন্তু ১৯৯০ সালের আগ পর্যন্ত পাকিস্তানে ডায়াবেটিসে আক্রান্ত নারীর সংখ্যা দশ শতাংসেরও কম ছিল।

আরো পড়ুন:

গবেষকেরা জোর দিয়ে বলছেন, ডায়াবেটিস টাইপ টু প্রধানত অস্বাস্থ্যকর খাবার গ্রহণের কারণে হয়ে থাকে। 

বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি উদ্বেগজনক ব্যাপার যে, নিম্ন মধ্যবিত্ত দেশগুলোতে তরুণরা আক্রান্ত হচেছ এবং চিকিৎসার অভাবে তারা জীবনব্যাপী নানা জটিলতায় ভুগছে। এসব জটিলতার কারণে হৃদরোগ, কিডনির অসুখ, দৃষ্টিশক্তি কমে যাওয়া এমনকি অনেকের অকাল মৃত্যুও হচ্ছে।

সূত্র: এএফপি, প্যারিস 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়