ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

লঙ্কা প্রিমিয়ার লিগ স্থগিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ১৭ জুলাই ২০২২  
লঙ্কা প্রিমিয়ার লিগ স্থগিত

রাজনৈতিক অস্থিরতার বলি হলো এবারের লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। শ্রীলঙ্কা ক্রিকেট এক ঘোষণায় এবারের আসরটি স্থগিতের ঘোষণা দিয়েছে।

আগামী ১ থেকে ২১ আগস্ট এই এলপিএল হওয়ার কথা ছিল। কিন্তু রোববার এসএলসি এক বিবৃতিতে জানিয়ে দিলো এবার মাঠে গড়াচ্ছে না দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

এলপিএলের রাইটস হোল্ডার ও ইনোভেটিভ প্রডাকশন গ্রুপ এফজেডই-র (আইপিজি) অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের কথা বিবেচনা করে এই টুর্নামেন্ট আপাতত আয়োজন না করার সুপারিশ করেছিল সংস্থাটি।

এদিকে এলপিএল শেষেই এশিয়া কাপ হওয়ার কথা ছিল দ্বীপরাষ্ট্রটিতে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ছয় জাতির এই প্রতিযোগিতা আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ ছিল লঙ্কা বোর্ড। যদিও রোববার বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা জানালেন, ‘খুব সম্ভবত এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে হতে পারে।’

এশিয়ান মহাযজ্ঞ শুরু হবে ২৭ আগস্ট, চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে অংশ নেবে বাছাই উতরে যাওয়া একটি দল।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়