ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় ২ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ১৫ ডিসেম্বর ২০২৪  
কুমিল্লায় ২ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

কুমিল্লায় দুই দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লায় দুই দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১৫ ডিসেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেলা কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এসএম গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহামেদ খান, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, বিএনপি নেতা উৎবাতুল বারী আবু, শাহ মো. সেলিম, জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, নূরে আলম ভূঁইয়া প্রমুখ।

আরো পড়ুন:

এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান পরিবেশন, শিশুদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের পসরা নিয়ে অনেকগুলো স্টল বসে। 

ঢাকা/রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়