ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘লাইলাতুল নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ৫ জুলাই ২০২৫   আপডেট: ১৫:৪৮, ৫ জুলাই ২০২৫
‘লাইলাতুল নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেছেন, “বিখ্যাত লাইলাতুল নির্বাচনের (রাতের ভোট) দায়িত্বে থাকা সব সরকারি কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। সেই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন তাদের সবাইকে অপসারণ করা হয়েছে।”

তিনি বলেন, “সামনে নির্বাচন- এটি একটি কঠিন দায়িত্ব, জাতির জন্য কঠিন অগ্নিপরীক্ষা। যদি এই দায়িত্ব যথাযথভাবে পালিত না হয়, তাহলে নির্বাচন কমিশনার নুরুল হুদা এবং বিগত ডিসি, এসপিদের মতো পরিণতি হতে পারে।”

আরো পড়ুন:

শনিবার (৫ জুলাই) সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ফাওজুল কবির বলেন, “প্রবাসী ও তরুণরা প্রথমবারের মতো নির্বাচনে ভোট দেবেন। কে কাকে ভোট দেবেন, তা আপনি-আমি জানি না। কাজেই কাউকে নির্বাচিত করা সরকারি কর্মকর্তার কাজ নয়। যিনি নির্বাচিত হবেন, তার সঙ্গে কাজ করাই সরকারি কর্মকর্তার দায়িত্ব।”

তিনি বলেন, “আমরা সম্পদ বিবরণী জমা দিয়ে উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছি। সময় শেষে আবার সম্পদ বিবরণী জমা দিয়ে বিদায় নেব। জনসাধারণ দেখতে পারবেন, এই স্বল্প সময়ের মধ্যে আমাদের সম্পদের কী পরিবর্তন হয়েছে। এর মাধ্যমে ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন হবে।”

উপদেষ্টা বলেন, “জ্বালানি তেল কেনার সময় দরপত্র জমা, পদ্মা রেলওয়ের জন্য ভাঙ্গা স্টেশন নির্মাণে ব্যয় সংকোচন, এলপিজি কেনা এবং অপ্রয়োজনীয় প্রকল্প বাদসহ বিভিন্নভাবে গত কয়েক মাসে তিনটি মন্ত্রণালয়ে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় করা হয়েছে।”

মতবিনিময় সভায় জামালপুর জেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বিজিবি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক নেতারা এবং জেলার সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

ঢাকা/শোভন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়