ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

চবিতে হাল্ট প্রাইজের সেমি ফাইনাল ৪ ডিসেম্বর 

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ২ ডিসেম্বর ২০২০  
চবিতে হাল্ট প্রাইজের সেমি ফাইনাল ৪ ডিসেম্বর 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’ খ্যাত হাল্ট প্রাইজ প্রতিযোগিতার এলিভেটর পিচ পর্বটি গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণ করে চবির ৩০০টির অধিক টিম। 

এলিভেটর পিচ আখ্যায়িত প্রথম রাউন্ডটি ছিল মূলত ৬০ সেকন্ডের একটি ভিডিও ধারণ, যার মাধ্যমে প্রতিযোগীরা ফুড ফর গুড চ্যালেঞ্জ সম্পর্কিত তাদের বিজনেস আইডিয়া তুলে ধরেছিল। সেখান থেকে ২৪টি টিম নিয়ে আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজ বিজনেস প্রতিযোগিতার সেমি ফাইনাল রাউন্ড।

এলিভেটর পিচ পর্বটিতে বিচারক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমাইয়া মামুন, নেসলে বাংলাদেশ লিমিটেডের টেরিটরি অফিসার আসিফ সিদ্দিকি, জিটিএম ইউনিলিভার বাংলাদেশের ম্যানেজমেন্ট ট্রেনি ইশমাম ইশতিয়াক।

পর্বটির ফল প্রকাশিত হয় ২৭ নভেম্বর, যার মাধ্যমে সেমি ফাইনালে জায়গা করে নেয় চবির ২১টি দল। ওয়াইল্ড কার্ড হিসেবে যুক্ত হয় আরও ৩টি টিম। এই রাউন্ডে তাদের বিজনেস আইডিয়া সম্পর্কিত ৬ মিনিটের একটি প্রেজেন্টেশন বিচারকমণ্ডলীর সামনে উপস্থাপন করবে।

আগামী ১১ ডিসেম্বর চবি হাল্ট প্রাইজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

চবি/মাহবুব/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়