ঢাকা     শুক্রবার   ২৪ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১০ ১৪৩১

আফগান সীমান্তে পাকিস্তানের ভারী অস্ত্র মোতায়েন

তৈয়বুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ২০ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগান সীমান্তে পাকিস্তানের ভারী অস্ত্র মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করে তোলার জন্য ইসলামাবাদ সেখানে ভারী অস্ত্র-শস্ত্র পাঠিয়েছে।

পাকিস্তান সশস্ত্র বাহিনীর সদস্যরা রোববার শেষ হওয়া সপ্তাহে শনিবার পর্যন্ত  আফগানিস্তানে জঙ্গিদের কয়েকটি আস্তানায় অভিযান চালায়। এতে জামাতুল আহরারের বেশ কিছু সংখ্যক সদস্য নিহত হয়।

ঘটনাস্থল থেকে পাওয়া খবরে বলা হচ্ছে, পাকিস্তানী বাহিনী অত্যন্ত সফলভাবে আস্তানাগুলোয় অভিযান চালায়। রেনা পার্চাওয়েতে ভারী অস্ত্রের গোলা বর্ষণ করে জামাতুল আহরারের আস্তানাগুলো ধ্বংস করা হয়। এছাড়া খাইবার এজেন্সির ঠিক পাশে মোহাম্মাদ এজেন্সিতেও ধ্বংস করা হয় কয়েকটি আস্তানা।

তোরখাম ও গোলাম খান সীমান্ত এলাকায় কারফিউ জারি করা হয়েছে। ফলে ওই এলাকায় দোকান-পাট ও বেসরকারি অফিস বন্ধ রয়েছে। পাঁচ শ’রও বেশি দোকান বন্ধ রয়েছে বলে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানান।



রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৭/তৈয়বুর/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়