ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ১৬ মে ২০২৫  
গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত শতাধিক

উত্তর গাজায় ইসরায়েলি স্থল, বিমান এবং সমুদ্র বাহিনীর এক বিশাল আক্রমণে শুক্রবার ভোরে শিশুসহ শতাধিক নিহত হয়েছেন। হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা এবং বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন। 

বেসামরিক প্রতিরক্ষা জানিয়েছে, রাতভর বেসামরিক নাগরিকদের আবাসস্থলে কমপক্ষে নয়টি বাড়ি এবং তাঁবুতে বোমা হামলা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বেইত লাহিয়ায় ধোঁয়া বোমা, কামানের গোলা এবং ট্যাঙ্কের গোলা ছোঁড়ার খবরও জানিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা উত্তর গাজায় ‘সন্ত্রাসবাদী অবকাঠামো স্থাপনাগুলো সনাক্ত এবং ধ্বংস করার জন্য অভিযান চালাচ্ছে।’

মার্চ মাসে ইসরায়েল তাদের আক্রমণ পুনরায় শুরু করার পর থেকে এটি উত্তর গাজায় সবচেয়ে বড় স্থল আক্রমণ।

ইসরায়েলি সংবাদপত্র মারিভ জানিয়েছে, শুক্রবার গাজায় প্রতি চার মিনিটে গড়ে একটি করে ইসরায়েলি বিমান হামলা চালানো হচ্ছে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়