ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্ধারিত সময়ে ব্রাজিলকে জিততে দিলো না স্পেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ৭ আগস্ট ২০২১   আপডেট: ২০:০৬, ৭ আগস্ট ২০২১
নির্ধারিত সময়ে ব্রাজিলকে জিততে দিলো না স্পেন

টোকিও অলিম্পিক গেমসে পুরুষদের ফুটবল ফাইনালে ব্রাজিল ও স্পেনের ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াল। নির্ধারিত সময়ে ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে সমতায়।

৯০ মিনিটে দুই দলই লক্ষ্যে শট নেয় তিনটি করে। বল দখলেও খুব বেশি পার্থক্য ছিল না। তবে ব্রাজিলের জন্য নির্ধারিত সময়ে জিততে না পারা হতাশারই।

আরো পড়ুন:

৩৮ মিনিটে এগিয়ে যেতে পারত বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। পেনাল্টি পেয়েছিল তারা। ৩৪ মিনিটে স্প্যানিশ গোলকিপার বক্সের মধ্যে মাথিউস কুনহাকে ফাউল করেন। ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত জানান রেফারি। রিচার্লিসন ক্রসবারের উপর দিয়ে বল মারেন। যদিও প্রথমার্ধে যোগ করা সময়ে দানি আলভেসের ক্রস থেকে কুনহার গোল এগিয়ে দেয় ব্রাজিলকে।

ম্যাচের সময় এক ঘণ্টা পার হওয়ার পর মিকেল ওয়ারজাবাল সমতায় ফেরান স্পেনকে। ৬১ মিনিটে গোল করেন তিনি। ৮৮ মিনিটে কার্লোস সোলারের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে নেওয়া ব্রায়ান গিলের শট গোলবারে আঘাত করে। তাতে জয়ের সুযোগবঞ্চিত হয় স্পেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়