ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এলপিএলে হাসারাঙ্গার নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ১৮ আগস্ট ২০২৩   আপডেট: ১২:৫০, ১৮ আগস্ট ২০২৩
এলপিএলে হাসারাঙ্গার নতুন রেকর্ড

লঙ্কান প্রিমিয়ার লিগে (এমপিএল) বোলিং ভেলকি দেখিয়েই চলছেন বি-লাব ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। এলপিএলে এলিমিনেটর ম্যাচে চোখ ধাঁধানো বোলিংয়ে দলকে জেতানোর পাশাপাশি নতুন রেকর্ডও গড়েছেন এই লেগ স্পিনার। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে এলিমিনেটর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের মুখোমুখি হয়েছিল হাসারাঙ্গার দল ক্যান্ডি। ম্যাচে ৩.২ ওভার বল করে ২.৭০ ইকোনমি রেটে ৯ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন হাসারাঙ্গা। যা এলপিএলে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার।

আরো পড়ুন:

রেকর্ড গড়ার পথে হাসারাঙ্গা যাদের আউট করেছেন, তাদের কয়েকজন বিশ্ব ক্রিকেট বেশ পরিচিত। তার শিকার হওয়া জাফনার ছয় ব্যাটসম্যান হলেন – ক্রিস লিন, চরিথ আসালঙ্কা, আসেলা গুনারত্নে, মহেশ থিকসেনা, নুয়ান থুসারা ও ডেভিড মিলার।

হাসারাঙ্গার বিধ্বংসী স্পেলেই ১৮৯ রান তাড়া করতে নেমে জাফনা গুঁড়িয়ে যায় ১২৭ রানে। ১৬ বল বাকি থাকতেই ৬১ রানে ম্যাচ জিতে কোয়ালিফায়ার টু-তে পৌঁছে যায় ক্যান্ডি। কোলিফায়ার টূ-তে সাকিব আল হাসানের দল গল টাইটানসের মুখোমুখি হবে তারা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়