খুলনায় আবারো গুলি করে হত্যাচেষ্টা
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
মো. ফারুক
খুলনার রূপসায় মো. ফারুক নামে এক ব্যক্তিকে গুলি হত্যাচেষ্টা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (২ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় তার ওপর হামলা হয়। গুলিবিদ্ধ ফারুক র্যাবের সোর্স ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আরো পড়ুন: খুলনায় শ্রমিক শক্তির নেতার মাথায় গুলি
আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ইব্রাহিম শেখ বলেন, “শুক্রবার রাত পৌনে ১১টার দিকে রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা ফারুককে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলির শব্দে এলাকাবাসী রাস্তায় বের হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রাস্তার ওপর থেকে স্থানীয়রা ফারুককে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কেউ কোনো তথ্য দিয়ে সহযোগিতা করছে না।”
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, আহত ব্যক্তি র্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। কে বা কারা কেন তাকে গুলি করেছে তা পুলিশের এই কর্মকর্তা নিশ্চিত করতে পারেননি।
আরো পড়ুন: খুলনায় আবারো গুলি করে হত্যা
গত বছরের ২২ ডিসেম্বর দুপুর ১২টার দিকে খুলনা নগরীর সার্জিক্যাল ক্লিনিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে মাথায় গুলি করে সন্ত্রাসীরা। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে, ১৮ ডিসেম্বর রাত ৯টার দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারে সন্ত্রাসীদের গুলিতে এমদাদুল হক মিলন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। গুলিবিদ্ধ হন দেবাশীষ বিশ্বাস (৩০) নামে পশু চিকিৎসক।
খুলনার পূর্ব রূপসায় সাগর শেখ (৩০) নামে এক কাপড় ব্যবসায়ীকে গত ১৪ ডিসেম্বর রাতে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ৩০ নভেম্বর দুপুর ১২টার দিকে মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার সময় খুলনায় আদালতের প্রধান ফটকের সামনের রাস্তায় দুইজনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজনের নাম ফজলে রাব্বি রাজন। অন্যজনের নাম হাসিব। তারা সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ