ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত-৩

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০২, ৬ মার্চ ২০২১   আপডেট: ০১:৫৭, ৬ মার্চ ২০২১
সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত-৩

ফাইল ছবি

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমাহামলার ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া, বহু আহতের শঙ্কা করা হচ্ছে।  শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। খবর আনাদোলু এজেন্সির।

সোমালিয়ার তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল মুখতার অরঞ্জ এক বার্তায় জানিয়েছেন, বন্দর নগর মোগাদিসুর লুল ইয়েমেনি রেস্তেরাঁর সামনে একটি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

এদিকে সোমালিয়ার পুলিশের মুখপাত্র সাদাক আদনান আলী জানিয়েছে, সন্ধ্যায় একটি ব্যস্ত রেস্তোরাঁকে লক্ষ্য করে এই গাড়ি বোমা হামলা করা হয়। এতে অনেক হতাহতের শঙ্কা করা হচ্ছে। এই ঘটনার তদন্ত চলছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে তিনি জানাতে পারেননি।

তবে স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে গাড়ি বোমা হামলার পর অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়