ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফারুক আহমেদের হার্টে রিং পরানো হয়েছে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ৯ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:০৩, ৯ নভেম্বর ২০২৫
ফারুক আহমেদের হার্টে রিং পরানো হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদ রবিবার হার্ট অ্যাটাক করেছেন। গতকাল রাত থেকেই অসুস্থ অনুভব করছিলেন তিনি। আজ বোর্ডের ক্রিকেট কনফারেন্সে অসুস্থতার কারণে থাকতে পারেননি। 

দুপুরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে তার এনজিওগ্রাম করা হয়। একটি ব্লক ধরা পড়ায় রিং পরানোর সিদ্ধান্ত হয়। সন্ধ্যা নাগাদ তার রিং পরানো সম্পন্ন হয়। এখন সিসিইউতে আছেন। অবস্থা স্থিতিশীল। আগামীকাল তাকে কেবিনে দেওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন:

গত ৬ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হন ফারুক। এর আগে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক। ৯ মাস সেই দায়িত্বে ছিলেন তিনি। 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়