ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রায়হান হত্যা: সাইদুল শেখ ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ১৫ নভেম্বর ২০২০   আপডেট: ১৯:৪৭, ১৫ নভেম্বর ২০২০
রায়হান হত্যা: সাইদুল শেখ ৩ দিনের রিমান্ডে

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য সাইদুর শেখকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঘটনার দিন রায়হানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ পুলিশকে করেছিলে এই সাইদুর শেখ।

আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে সিলেট চিফ মেট্রোপলটিন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাইদুরকে সাতদিনের রিমান্ডের আবেদন করে পিবিআই পুলিশ। শুনানি শেষে বিচারক সাইফুর রহমান তাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। পিবিআই রায়হান আহমদের হত্যার তদন্ত করছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার মো. খালেদুজ্জামান রিমান্ডে নেওয়ার সত্যতা নিশ্চিত করেন। গত ২৫ অক্টোবর সাইদুল শেখকে আটক করে পিবিআই। এরপর তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন এক ব্যক্তি। ওই প্রতারণার মামলায় তাকে রিমান্ডে নিয়েছে পিবিআই।

রায়হান হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেনসহ চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

নোমান/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়