গোপালগঞ্জে সহিংসতা: আরো একটি হত্যা মামলা
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে নিহতের ঘটনায় আরো একটি হত্যা মামলা দায়ের হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় মালাটি হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান, বুধবার (১৬ জুলাই) সংঘর্ষ চলাকালে গুলিতে আহত হন রমজান মুন্সী। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। আজ শনিবার নিহতের ভাই জামাল মুন্সী বাদী হয়ে নাম না জানা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় আসামির কোনো সংখ্যা নেই।
পুলিশ সূত্র জানায়, সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় সদর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থানায় মোট এক ডজন মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা পাঁচটি, বিশেষ ক্ষমতা আইনে মামলা একটি এবং সন্ত্রাস দমন আইনে ছয়টি মামলা রয়েছে। এসব মামলায় মোট ১০ হাজার ১৮৩ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩২৩ জনকে।
গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভন্ডুল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালায়। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। দিনভর চলা সংঘর্ষে পাঁচজন নিহত হন। আহত হন পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক মানুষ।
ঢাকা/মামলা/মাসুদ